ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে সিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীর জিইসি মোড়ে পথচারী এবং চালকদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে টিআই পাঁচলাইশ মো. মঞ্জুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি গাড়ি চালানোর সময় সর্বদা ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। তিনি বলেন, দেশে করোনা সংমক্রণ বৃদ্ধি পাচ্ছে। তাই পথচারী ও প্যাসেঞ্জারদের সচেতন করতে লিফলেটের সাথে একটি করে মাস্কও বিতরণ করা হচ্ছে।