জাতীয় চার নেতার আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে

জেল হত্যা দিবসের সভায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

রাউজানে জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গত বুধবার বিকেলে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আ. লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, জসিম উদ্দিন হিরু, নজরুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী প্রমুখ। সভায় ফজলে করিম এমপি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে জাতীয় চার নেতার আদর্শ বুকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন আশাব্যঞ্জক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪