বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন আশাব্যঞ্জক

যুব মহিলা লীগের সম্মেলনে বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানে আওয়ামী যুব মহিলা লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যন্ত আশাব্যঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়ন হলে এই দেশের সামগ্রিক মানুষের উন্নয়ন তরান্বিত হবে। দেশ এখন স্বনির্ভর রাষ্ট্রে পরিনত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সাহনাজ পারভীন ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, ক্যসাপ্‌রু, জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, বান্দরবানে এবারই প্রথম কেন্দ্রীয় নির্দেশনায় যুব মহিলা লীগের কমিটি গঠন হতে যাচ্ছে। কমিটি গঠন হলে যুব মহিলা লীগের মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ তরান্বিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
পরবর্তী নিবন্ধজাতীয় চার নেতার আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে