শিশুসাহিত্যিক রমজান মাহমুদের ‘ছড়াসমগ্র’ নিয়ে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রমজান মাহমুদ দেশের সমকালীন ছড়াসাহিত্যে এক বিশিষ্ট নাম। অত্যন্ত সাবলীল তাঁর প্রকাশভঙ্গি, যেন ছড়া লেখা তার জন্য অনায়াসসাধ্য একটি ব্যাপার। তাঁর ছড়া ছন্দ ও বিষয়বৈচিত্র্যে অসাধারণ। ছড়া যেন তার সহজাত প্রবৃত্তি। তাঁর ছড়ার বিশেষত্ব ম্যাজিক যথাযথ শব্দ প্রয়োগে, বিষয়ের মজাদার উপস্থাপনে এবং চমকপ্রদ সমাপ্তি উপহারে।
কবি সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে আলোচনা করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি–সাংবাদিক ওমর কায়সার, শিশুসাহিত্যিক অরুণ শীল, ছড়াশিল্পী জসীম মেহবুব।
প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গল্পকার দীপক বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, পরিচালক এস এম আবদুল আজিজ, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, ছড়াকার মিজানুর রহমান শামীম, গল্পকার শিবুকান্তি দাশ, ডা. ফিরোজা আফরোজ তুলি প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন লেখক রমজান মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।












