চন্দনাইশে শোহাদায়ে কারবালা মাহফিল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের কানাইমাদারী আদর্শপাড়া হিলফুল ফুযুলের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল গত ১৮ সেপ্টেম্বর বায়তুল মা’মুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আবদুল আলীমের সভাপতিত্বে ও বেলাল হোসাইন মিন্টুর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা মুফতি হারুনুর রশীদ আশরাফী বিশেষ বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা আ.ন.ম আহমদ রেজা নঙবন্দী, মাও. আজিজুল্লাহ, মাও. নুরুল আমিন আল কাদেরী, মাও. হাফেজ মোহাম্মদ আবদুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আক্কাস, মাও. আবুল হোসেন কাতেবী, আনিসুল হক মিঠু প্রমুখ।
মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আরফাত প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি