চট্টগ্রাম মেডিকেল কলেজে নবীন বরণ

| বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২০২৪২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ৯টায় শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি অনলাইনে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দীন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, অধ্যাপক ডা. অজয় দেব প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় প্রথম বর্ষের চমেক ৬৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ এবং উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক দেবযানি বড়ুয়া ও সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং কলেজের প্রসপেক্টাস ও কারিকুলাম মাল্টিমিডিয়া প্রদর্শন করেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল। ২০২৪২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনাটমি বিভাগের প্রধান ডা. ইসরাত জাহান, হোস্টেল কমিটির চেয়ারম্যান ডা. মো. ইব্রাহিম চৌধুরী ও হোস্টেল তত্ত্বাবধায়ক ডা. রুম্মান আক্তার সিদ্দিকী, নবীন শিক্ষার্থীদের পক্ষে দুইজন নবীন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের দুইজন অভিভাবক বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান এবং এমবিবিএস পাশকৃত তিনজন সর্বোচ্চ মেধাধারী চিকিৎসককে ‘প্রিন্সিপাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপন মঞ্চের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধহারিয়ে যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার করল রাঙামাটির পুলিশ