চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস এসোসিয়েশনের (সি‌সি‌টিএ) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

সি‌সি‌টিএ’র প্রধান উপদেষ্টা মো. আখতার উদ্দিনের নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আহম্মদ দিদার।

সংগঠনের সাধারণ সম্পাদক রজত সাহা রনির সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপ‌দেষ্টা মো. হেলাল উদ্দিন এফসিএ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সভাপ‌তি আবসারুল হক, সহ-সভাপ‌তি আবুল খা‌য়ের, চট্টগ্রাম কর আইনজীবী স‌মি‌তির যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী, সিসিটিএ-এর যুগ্ম সম্পাদক আলী হায়দার, সমাজকল্যাণ সম্পাদক শাহ আজিজ, তথ্য প্রযু‌ক্তি সম্পাদক সাঈদ হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক এম এ ক‌রিম আ‌বির, কার্যক‌রী সদস্য ফ‌রিদ সরকার।