চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত ১৪ মে নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খানের সঞ্চালনায় সভার প্রারম্ভে এসোসিয়েশনের প্রয়াত সদস্যবৃন্দ, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদ ও জুলাই’২৪ বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. উবায়দুল হক আলমগীর।
স্বাগত বক্তব্যে সভাপতি এস এম সাইফুল আলম বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসোসিয়েশনকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে বর্তমান পরিষদের আগমন হয়েছে। অন্যান্য বাণিজ্যিক সংগঠনের ন্যায় এই এসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমরা বুঝাতে সক্ষম হয়েছি, এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ হলে আমদানি–রপ্তানি কার্যক্রম, অন–চ্যাসিস ডেলিভারির আন্ডারটেকিং স্বাক্ষরসহ সিএন্ডএফ এজেন্টদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে। সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, এই পরিষদ স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে চায়। সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, লাইসেন্সিং বিধিমালার বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করতে হবে।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর বক্তব্য দেন, মো. হানিফ, মো. আহসান, মো. মুস্তফা কামাল আখতার, মো. দেলোয়ার হোসেন, সাধন কান্তি বড়ুয়া, মো. নজরুল ইসলাম, মো. আবদুল করিম, খন্দকার লতিফুর রহমান আজিম, কাজী আবদুল মাবুদ, মো. শফিকুর রহমান, এম এ আজিজ হাওলাদার, মো. এনামুল হক চৌধুরী, মো. রাকিবুল আমিন ভুঁইয়া, মো. এনামুল কবির বাচ্চু, এস এম খায়রুল আমান। অর্থ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী উত্থাপিত ২০২৪ অর্থবছরের অডিট প্রতিবেদন এবং ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট সভায় অনুমোদন করা হয়। ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগের দায়িত্ব কার্যনির্বাহী পরিষদকে দেওয়া হয়। নবগঠিত উপদেষ্টা পরিষদ অনুমোদন করা হয়। সভায় উপদেষ্টা মন্ডলী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ফেডারেশনসহ বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।