কিছু কথা প্রকাশ পায়
লেখকের লেখনীতে,
কাগজের শূন্য পাতায়।
আবার কিছু কথা ভাষা দেয়
নারীর কাজল কালো চোখের
নীরব চাহনিতে
কোমল আবেগ সখ্য চোখে।
কিছু কিছু কথা আছে
জমাট বেধে রয়
বুকের চাপা অভিমানে।
না বলা কথা–
অব্যক্ত রয় ভুল বানানের
অমীমাংসিত গল্পে।
কিছু কথা প্রকাশ হয়
চোখের নোনা জলে
গড়িয়ে পড়ে ঠোঁটের কোনায়।
কিছু কথা প্রকাশ পায়
শিল্পীর রাগ–ভৈরবীর সুরে
বেজে ওঠা ছেঁড়া তানপুরায়
অন্তিম বিরহে।