কারাবান্দী ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বাবু, সাবেক সহ সভাপতি নাওশেদ আল জাশেদুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুল কুতুবী, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফসহ কারাগারে আটক সকল সহযোদ্ধাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জিইসি মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইস্পাহানি মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, ইসমাইল হোসেন, জাহেদ হোসেন খান জসি, নুর জাফর নাঈম রাহুল।
সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আল মামুন সাদ্দাম, কামরুল হাসান আকাশ ও এনামুল হকসহ বিভিন্ন কলেজ, থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ।