সমপ্রতি ভারতের রাজ্যসভার সদস্য হয়েছেন হরভজন সিং। নতুন দায়িত্ব পাওয়ার পরই সাবেক এই স্পিন তারকা জানিয়ে দিলেন, সাংসদ হিসেবে প্রাপ্য বেতন-ভাতার পুরোটাই তিনি দান করে দেবেন।
আর সেই অর্থ ব্যয় করা হবে দরিদ্র কৃষক পরিবারের কন্যাশিশুদের শিক্ষাক্ষেত্রে। এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন হরভজন। তিনি লিখেছেন, ‘রাজ্যসভার একজন সদস্য হিসেবে আমার বেতন কৃষক কন্যাদের শিক্ষা এবং কল্যাণে দান করা হবে। দেশের উন্নতিকল্পে আমি যোগদান করেছি। নিজের সাধ্যমতো সমস্ত কিছু করার চেষ্টা করব। জয় হিন্দ।’ গত মাসে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসরের ৯২টিতে জয়লাভ করে সরকার গঠন করে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই পার্টিতে যোগ দিয়ে রাজ্যসভায় সাংসদ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন হরভজন।











