কদমতলীতে আলহাজ্ব হোসেনুজ্জামান চেয়ারম্যান আন্তঃ ফুটবল টুর্নামেন্ট গত শনিবার থেকে শুরু হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জসিমুল হুদার সভাপতিত্বে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ নাহিদ ও প্রধান সমন্বয়কারী সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পন্সরকারী প্রতিষ্ঠান সোয়ান ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সিজেকেএস কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, নুরুল আবছার, নাজমুল হুদা, বদরুল হুদা মুরাদ, সালাউদ্দিন। বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নাহিদ মুরাদ মুন্না, কো-চেয়ারম্যান সালাউদ্দিন জাহিদ, নুরুল হুদা তানভির, রাসেল আরাফাত, বশির আহমদ রিপন, মারুফুল ইসলাম মারুফ। উদ্বোধনী খেলায় এইচ. টি.এ. গ্রুপ টাইব্রেকারে ৮-৭ গোলে সুগন্ধা ফাউন্ডেশনকে পরাজিত করে। প্রেস বিজ্ঞপ্তি।