শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি। মুক্তির পঁাঁচ দিন পর আবেদন কমেনি সামান্যও। ইতোমধ্যে আয়ের ঘরে ‘জওয়ান’ তুলে নিয়েছে ৫০০ কোটি। এবার বলিউড বাদশা অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স। খবর বাংলানিউজের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান। হলগুলোতে রমরমা ব্যবসা করছে এই সিনেমা। বলা হয়, শিগগিরই এটি আসবে ওটিটিতে।
২৫০ কোটি রুপিতে নেটফ্লিক্স কিনেছে ‘জওয়ান’ সিনেমার স্বত্ব। কবে ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিনেমা, তা এখনও জানানো হয়নি।