এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

চসিক ৫ নং ওয়ার্ড কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানার মাধমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, এম এম ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপক লোকপ্রিয় বড়ুয়া এবং লায়ন সুলতানা নুরজাহান রোজী।

জাতীয় সংগীত পরিবেশন এবং এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক কাজী নাসিরুল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া সমাপনী বক্তব্য দেন। কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।