চূড়া এখন একদম নাগালেই। আর কয়েক কদম পেরোলেই সেখানে পৌঁছে যাবেন কিলিয়ান এমবাপে। সেই রোমাঞ্চ তাকে স্পর্শ করছে বটে। তবে ব্যক্তিগত প্রাপ্তির হাতছানিতে তিনি বুঁদ নন। ফ্রান্সের তারকা ফরোয়ার্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলকে আবার বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া। সেই পথচলায় আপাতত ফ্রান্সের বাধা আজারবাইজান। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে শুক্রবার প্যারিসে মুখোমুখি হবে দুই দল। বাছাইয়ে আগের দুটি ম্যাচেই জয় পাওয়া ফ্রান্স যেমন এই ম্যাচ জিতে বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে পারে আরেক ধাপ, তেমনি এমবাপে আরেকটু এগোতে পারেন রেকর্ডের দিকে। ফ্রান্সের সর্বকালের সফলতম গোলস্কোরারের তালিকায় গত মাসেই থিয়েরি অঁরিকে পেরিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ৫২ গোল করা তারকার সামনে কেবলই অলিভিয়ে জিরু। তাকে ছুঁতে এমবাপের প্রয়োজন আর পাঁচ গোল। সেই রেকর্ডে চোখ রাখছেন এমবাপে। তবে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের আগে বললেন, তার ভাবনাজুড়ে কেবলই দলকে বিশ্বকাপে তুলে নেওয়া। আমার মনে হয়, রেকর্ডটি আমারই হবে। কখন হবে জানি না। এসব নিয়ে ভাবতেও চাই না। হয়তো আগামীকাল, হয়তো অনেক দিন পর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে কোয়ালিফাই করা। রেকর্ড এমনিতেই হয়ে যাবে। যখন হবে তখন অবশ্যই উচ্ছ্বসিত হব এবং এরপর সামনে তাকাব। কারণ আরও কাজ বাকি আছে। আজারবাইজান ইউক্রেনের সঙ্গে ড্র করেছে। কাজেই আমরা গুবলেট পাকাতে পারি না। আমার গোল করার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে।
সামপ্রতিক সময়টা দারুণ কাটছে এমবাপের। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুটা করেছেন দারুণ। ৮ ম্যাচে ৯ গোল করে লা লিগায় গোলের তালিকায় আছেন সবার ওপরে। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১৬ গোল। স্রেফ একটি ম্যাচে তিনি গোল করতে পারেননি। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, মাঠের বাইরের জীবনের স্থিরতা ইতিবাচক প্রভাব রাখছে তার মাঠের পারফরম্যান্সেও।