জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিক উল আলম চৌধুরী। জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি সালাহ উদ্দিন খোরশেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী। বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ফটিকছড়ির আহ্বায়ক এম এ হাশেম, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক লোকমান সিকদার, রাঙ্গুনিয়ার আহ্বায়ক সাজ্জাদ সিকদার, সীতাকুণ্ড আহ্বায়ক বোরহান সিদ্দিকী, উত্তর জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মো. সেলিম, জেলা যুব সংহতির আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আজম লিটন, জাপা নেতা জসিম উদ্দিন, এড. ফরিদ উদ্দিন, জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মুছা তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব কাজেমুল হসান শাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।