আজ আহমেদ খালেদ কায়সারের কবিতার বইয়ের পাঠ উন্মোচন

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় খড়িমাটি থেকে প্রকাশিত কবি আহমেদ খালেদ কায়সারের ‘জেগে থাকে মৃদু বুদবুদ’ কবিতার বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কথামালা, কবিদের কবিতাপাঠ ও আবৃত্তি থাকবে।

পূর্ববর্তী নিবন্ধতায়েফ : সবচেয়ে মজলুম যেখানে আমাদের বিশ্বনবী
পরবর্তী নিবন্ধআজ মুশতারী শফী স্মরণসভা ও তথ্যচিত্র প্রদর্শনী