আউশ

ওসমান গণি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আউশ পবিত্র বারি সুখবারি সারাদিন ঝরার ফলস্বরূপ বুঝি

আবহাওয়া ধোঁয়ামুক্ত হয়ে যায় সুনির্মল হয়

স্বরচিত ছন্দে শীতে প্রায়শ ঝরে গাছের মাথায়

মাতাল সংগীতে হাঁটি আউশের ভিতরে একা একা

আমার শৈশব থেকে আমি আউশপাত ভালোবাসি

মানুষে আউশপাত ভালোবাসে বলে মনে হয়

আউশ পতনের ফলে আকাশ ভালো হয় সুশীতল হয়

কোটি কোটি বছরের আগেকার মানুষের জীবনে যা ঘটেছিল

তার প্রায় কিছুই জানি না,

শুধু জানি সেইসব পূর্বপুরুষের মাথাতেও এইভাবে

আউশ পড়েছিল