৭৮৬

| মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

যখন যাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেতেন তখন তার নিকট নতুন রিযক পেতেন। বললো, ‘হে মরিয়ম! এটা তোমার নিকট কোত্থেকে আসলো ?’ বললেন, ‘সেটা আল্লাহর নিকট থেকে। নিশ্চয়, আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। 
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৭) সূরা আ-ল-ই ‘ইমরান’।

তোমাদের নিকট পবিত্র রমজান মাস উপস্থিত হইয়াছে, ইহা বরকতযুক্ত মাস। আল্লাহতায়ালা তোমাদের উপর রোজা ফরজ করিয়াছেন। এই মাসে আসমানের দ্বারসমূহ উদঘাটিত হয়। এবং দোযখের দ্বারসমূহ রুদ্ধ করা হয়। এবং এই মাসে দুর্দান্ত শয়তানদিগকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এ মাসে এমন একটি রাত আসে যাহা সহস্র মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি উহার কল্যাণ লাভে অসমর্থ হয় সে বঞ্চিত থাকিল।
-আল-হাদিস (আহমাদ, নাছায়ী)। 

কবিরা সমাজদেহের চক্ষু, বাগানের মুক্ত পাখি এবং সত্যের দর্পণ। 
-আল্লামা ইকবাল। 

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদেশের অর্থনীতি বড় রকমের চ্যালেঞ্জে পড়ার আশঙ্কা