রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান মিশেল ব্যাশলের

উখিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নিরাপত্তার সহিত প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশলে। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারসহ আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ চলছে বলেও জানান তিনি।
গতকাল উখিয়ার কুতুপালংয়ে একাধিক রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশলে। সকাল ৯টার দিকে মিশেল কুতুপালং পুরাতন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান। সেখান থেকে ৬ সদস্যের প্রতিনিধিদলসহ কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পে কার্যক্রম পরিদর্শন করেন তিনি। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ-দ্দৌজা জানান, সকালে ক্যাম্পে পৌছে কুতুপালং পুরাতন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ৪ নাম্বার ক্যাম্পে রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন প্রতিনিধিদলটি। পরে কুতুপালং-৪ (এঙটেনশন) ক্যাম্পে মিশেল ব্যাশলে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম’র চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং উক্ত ক্যাম্পের মিলনায়তনে রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ব্যাশলে আশ্রয় ক্যাম্পের আইন শৃংখলার পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় রোহিঙ্গারা নিরাপত্তার সাথে ভাল আছেন বলে জানান। বাংলাদেশের প্রশংসা করে মিশেল প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত শৃংখলার মধ্যে ক্যাম্পে অবস্থান করার আহ্বান জানান। মতবিনিময় শেষে কুতুপালং- ২০ এঙটেনশন ক্যাম্পে বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ নেন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন মিশেল ব্যাশলে। বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালং মধুরছড়া ক্যাম্প ছেড়ে যান প্রতিনিধিদল। দুপুরে কঙবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে অংশ নেন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম সহনশীল হওয়া জরুরি : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুশ্চিন্তায় ৬৪ হাজার কৃষক পরিবার