রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:২২ পূর্বাহ্ণ

তোয়াজ

যত গুণ থাক, যত মেধা থাক
চেয়ারকে মেনে চলতে হয়
সামনে পেছনে কে কোথায় আছে
ভেবে ভেবে কথা বলতে হয়।

তার সাথে চাই তোয়াজ করাও
নইলে থাকবে বন্ধ দ্বার
সামনে যাওয়ার পথের বদলে
দু চোখে নামবে অন্ধকার।
তোয়াজের কথা বলার জন্য
ওয়াজের কোনো দরকার নেই,
তোয়াজ চায় না বিশ্বে এমন
ব্যক্তি অথবা সরকার নেই।

পূর্ববর্তী নিবন্ধজুবিলী রোডে ব্যাংক অব সিলনের এসএমই সেন্টার উদ্বোধন
পরবর্তী নিবন্ধনারী থেকে নারী বিদ্রোহ ছুঁয়ে যাক