রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২১ পূর্বাহ্ণ

আমরা বাবারা
আমরা ভাইয়েরা
চারদিকে শুধু আঁধার আঁধার
কোথাও এখন আলো নেই
মানুষ চলছে সংশয়ে ভয়ে
কেউ তো আসলে ভালো নেই।

দর্শনে নয়, ধর্ষণে আজ
মাতোয়ারা কারা সমাজে
রেহাই পাবে না তারা কেউ দেশে
নেই নেই কারো ক্ষমা যে!

.মুখ দেখানোর নেই পরিবেশ
কীভাবে নিজেকে ছাড়াবো
আমরা বাবারা আমরা ভাইয়েরা
কোথায় গিয়ে যে দাঁড়াবো!

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার সাথে সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয় সমাজকে আলোকিত করে
পরবর্তী নিবন্ধঅলংকৃত কচু ক্যালেডিয়াম