যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় গ্রামের মানুষ সুফল পাচ্ছে

সড়ক নির্মাণ কাজ উদ্বোধনকালে এমপি মোছলেম

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামীন অবকাঠামো উন্নয়নে আন্তরিক হওয়ায় গ্রামের সাধারণ মানুষ তাদের জীবনযাত্রায় সুফল পাচ্ছে। গ্রামে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় গ্রামের মানুষ নিজস্ব উদ্যোগে উপার্জন বৃদ্ধির পথ খুঁেজ নিচ্ছে। বৃদ্ধ ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিনামূল্যে বই বিতরণ, তথ্য প্রযুক্তির ব্যবহার, কম দামে চাল বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা, প্রভৃতি আজ গ্রামের মানুষকে আশাতীত ভাবে কষ্ট লাঘবে সাহায্য করছে। উন্নত বিশ্বের অনেক দেশেও এগুলো চালু হয়নি। স্বাস্থ্য খাতেও উন্নতি হওয়ায় শিশু মৃত্যুর হার কমে এসেছে। মানুষের গড় আয়ুও বেড়েছে। যার কারনে শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে প্রশংসিত হচ্ছে। তিনি গত ২৯ মে বোয়ালখালী পৌরসভার সিপাহি নায়েব আলী সড়ক, পশ্চিম কধুরখীল বড়ুয়াপাড়া সড়ক ও শেখ পাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তরভূর্ষি মাতৃসংঘ ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চিংড়িজোনে দুই বোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১