চকরিয়ায় চিংড়িজোনে দুই বোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চকরিয়ার চিংড়িজোন রামপুর মৌজার প্রবহমান খালের মধ্যে ইঞ্জিন চালিত দুই বোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় মোহাম্মদ দুলাল (৫৬) নামে এক মৎস্য চাষি নিহত হয়। গুরুতর আহত হয় আরও একজন। গতকাল রবিবার ভোররাতে চিংড়িজোনের ইছারফাঁড়ি দুই নম্বর পোল্ডারে এ ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বুড়ির পাড়ার ঘাইট্টারচর এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র। এ সময় আহত হন সাহারবিল ইউনিয়নের কোরালখালীর মৃত অছিয়র রহমানের পুত্র আবুল কালাম (৫৩)।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে যাওয়া চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন জানান, বর্তমানে মাছ ধরার জোঁ চলাকালীন চাষি ও শ্রমিকেরা মৎস্যঘেরে অবস্থান করছেন। রবিবার ভোররাতে ইঞ্জিন চালিত বোটযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বোটের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুই মৎস্যচাষি গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যায়। একজন অপর যাত্রীদের সহায়তায় প্রাণে বাঁচলেও অপরজন পানিতেই মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, দুই বোটের মুখোমুখি সংঘর্ষে হতাহত দুইজনকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় গ্রামের মানুষ সুফল পাচ্ছে
পরবর্তী নিবন্ধহতদরিদ্রদের মাঝে বাগীশিকের উপহার সামগ্রী বিতরণ