বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৮ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা রমজান মাসে দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বাগমনিরাম ওয়ার্ড : শিক্ষা উপমন্ত্রী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে নেতাকর্মী ও সাধারণ নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশরের সভাপতিত্বে ও শওকত উল্লাহ সোহেলের পরিচালনায় ইফতার সামগ্রী উপহার বিতরণে বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, শেখ নাছির আহমেদ, আবু বক্কর বক্কু, ফজল আহমেদ ফজু, জাফর আহমেদ বাবলু সর্দ্দার, আবু সৈয়দ, ইকবাল আহমেদ, শামসুল হক খোকন, আমিনুর রহমান প্রমুখ।

শুলকবহর ওয়ার্ড : গতকাল বৃহস্পতিবার বিকালে চসিক কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দীন সৈকতের সহযোগিতায় ৮ নং শুলকবহর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কাউন্সিলর মো. মোরশেদ আলমের সভাপতিত্বে ও তৌহিদুল আনোয়ার সেন্টুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আহমুদুর রহমান সিদ্দিকী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, শাহজাহান সুফী, এস.এম. হাশেম, আকতার ফারুক, কফিল উদ্দিন খোকন, অহিদ চৌধুরী মুক্তি, প্রিয়লাল গোস্বামী, মো. সাইফুল ইসলাম, এরশাদউল্লাহ মুন্না, আল মাসুদ চৌধুরী হিরু, ইলিয়াছ বাবলু, খোরশেদ আলম বাসেদ প্রমুখ।

সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়ন : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের নিজস্ব অর্থায়নে গত বুধবার সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বোর্ড অফিস প্রাঙ্গণে বেলা ১১টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী। ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. ইউসুফ, হোসনেয়ারা, দেলোয়ার হোসেন, আবদুল মালেক, পোপন ধর প্রমুখ।

রিজিয়া আমিন ফাউন্ডেশন : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার কালীপুরে রিজিয়া আমিন ফাউন্ডেশনের উদ্যোগে ৪ সহস্রাধিক লোকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রিজিয়া আমিন ফাউন্ডেশনের সদস্য সচিব আমেরিকা প্রবাসী আ..ম অহিদুল আলম, আমজাদুল আলম মুরাদ এবং তাদের পরিবারের সদস্যদের সম্মলিত উদ্যোগে ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানাসহ সাধারণ পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ..ম শাহাদত আলম, ফাউন্ডেশনের সদস্য দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ... ফরহাদুল আলম, রাকিবুল আলম সৌরভসহ স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূজপুর স্টুডেন্টস ফেয়ার : চট্টগ্রামে অধ্যয়নরত ফটিকছড়ির ভূজপুর স্টুডেন্টস ফেয়ারের ইফতার মাহফিল গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমএইচ শাহাজান চৌধুরী শিপন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ এরশাদ উদ্দিন। উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন কুমার, মোহাম্মদ রেজাউল করিম, এসএম নজরুল ইসলাম, এস.এম মুস্তফা আমিন মানিক, আবদুল মান্নান লিটন প্রমুখ।

বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ : বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের পক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ২০০ পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা হাসান মামুন, ইফতেখার চৌধুরী সুজন, রিয়াদ আহসান, মুরাদ আহমেদ শাওন, বেলাল, আজম, জুমাইদুল হাছান, ইমন, তপু, কবির প্রমুখ।

পটিয়া স্পোর্টস ক্লাব : পটিয়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে গত ৪ এপ্রিল পটিয়া ডাকবাংলা মোড়ে দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাবের সভাপতি কিশোর দত্ত মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। এ সময় আরো উপস্থিত ছিলেন আহম্মদ নবী সওদাগর, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নুরুল আবসার, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মিলিত পরিষদ : গত মঙ্গলবার নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্টদের সংগঠন সম্মিলিত পরিষদের ইফতার, খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুকতার হোসেন পাটোয়ারী ও মো. রকিব উল আমীন ভূঁইয়ার যৌথ উপস্থাপনায় সভাপতিত্ব করেন সম্মিলিত পরিষদ আহ্বায়ক মো. নুরুল আবছার মিয়া। দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির। বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম আখতার হোসেন, দ্বিতীয় সহসভাপতি মো. নুরুল আবছার, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, অর্থ সম্পাদক মো. সাইফুদ্দিন, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, আহমাদ শহীদ উদ্দিন, সিরাজুল মনোয়ার, নূর মোহাম্মদ, আবু সালেহ, মাহবুবুল আলম খোকন প্রমুখ।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, শামসুন নাহার রুবা, তনিশ্রা সেন, শিখা রানীশীল, প্রিয়াংকা চৌধুরী, অর্পিতা মুঃসুদ্দি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সমন্বয় সভা