পোর্ট সিটি ইউনিভার্সিটিতে সেমিনার

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে সেল (আইকিউএসি) এর অধীনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইংরেজী বিভাগ ও আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে গতকাল বুধবার ‘আমেরিকায় উচ্চ শিক্ষার সুযোগ ও প্রফেশনাল এঙচেঞ্জ প্রোগ্রাম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মো. রাশেদ খান মিলনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী অধ্যাপক এ এস এম ইফতেখারুল আজম। বিশেষ অতিথি ছিলেন ইউএস এ্যাম্বেসির কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, জিএএসডি প্রতিষ্ঠাতা এলামনাস মুহিবুল্লাহ, শাওন কর্মকার, সোহেল ইকবাল এবং রিফাত স্বপ্নীল। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো আমেরিকায় উচ্চ শিক্ষার সুযোগ, স্টেট ডিপার্টমেন্ট ফান্ডের আওতায় বিভিন্ন একাডেমিক ও প্রফেশনাল এঙচেঞ্জ প্রোগ্রাম। এছাড়াও আমেরিকান সেন্টারের আওতায় এডুকেশন ইউএস এর নানাবিধ প্রোগ্রাম নিয়ে উচ্চ শিক্ষায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. মাজহারুল হক হাই স্কুলে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধভারতে ১০০ ঘণ্টা পর গভীর কুয়ো থেকে বালক উদ্ধার