পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনারের অপসারণ দাবি

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ অমানবিক আচরণ করে চলেছেন যুগ্ম কমিশনার। সহকর্মীদের ওপর ফাইল ছুঁড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিষয়টি কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানকে অবহিত করার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস এঙাইজ অ্যান্ড ভ্যাট এসোসিয়েশনের (চকাএভ) সভাপতি রাজস্ব কর্মকর্তা আমজাদ হাজারী, বাংলাদেশ কাস্টমস এঙাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের (বাকাএভ) সদস্য রাজস্ব কর্মকর্তা দেবাশীষ সরকার, সুদীপ চাকমা প্রমুখ। সাবেক বাকাএভ সভাপতি সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, মিনিস্ট্রিয়াল স্টাফ এসোসিয়েশন ও কাস্টমস ড্রাইভার এসোসিয়েশন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার কারাগারে কয়েদীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণার্থী ইমামদের মাঝে সনদ বিতরণ