নবীন মেলার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৩ ডিসেম্বর শুরু

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

নবীন মেলার ৫৬ বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আাগামী ২৩ ডিসেম্বর মেলা মিলনায়তনে শুরু হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে : দেশের গান, পল্লীগীতি/ লোকগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, ছড়াগান, আধুনিক গান, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি, চিত্রাংকন।

প্রতিযোগিতার ৪ টি বিভাগ-‘ক’ বিভাগ অনুর্ধ ৭ বছর ২য় শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগ অনুর্ধ ১০ বছর ৪র্থ শ্রেণি পর্যন্ত, ‘গ’ বিভাগ অনুর্ধ ১২ বছর ৭ম শ্রেণি পর্যন্ত, ‘ঘ’ বিভাগ অনুর্ধ ১৬ বছর ১০ম শ্রেণি পর্যন্ত।

আগ্রহী প্রতিযোগীদের নবীন মেলা কার্যালয় হতে আবেদনপত্র সংগ্রহ করে ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে নিম্ন ঠিকানায় জমা দিতে হবে। জমা দেয়ার ঠিকানা : নবীন মেলা ২৭ কে বি আবদুস সাত্তার সড়ক রহমতগঞ্জ (বিদ্যুৎ ভবনের সামনে), চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারের বার্ষিক সাধারণ সভা আজ
পরবর্তী নিবন্ধডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে মিডিয়াকমের সাফল্য