জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সুয়াবিল সেবা সংঘের মতবিনিময়

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে লালদিঘী পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে গতকাল রবিবার মতবিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি সুয়াবিল বারমাসিয়া সেবা সংঘের নেতৃবৃন্দ

এ সময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ সমপ্রীতির দেশ। বাংলাদেশে সমপ্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননত্রেী শেখ হাসিনা। আমাদের সংবিধানে সকল ধর্মের ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। তিনি সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুনিল কান্তি সেন, মিল্টন দে, বাবলা কুমার দে, পার্থ ঘোষ, কৃষ্ণধন শীল, সুব্রত দে, রুবেল দে, মাইকেল বিশ্বাস, সাধন চৌধুরী, সুমন দে, রাজীব দে, রাহুল ধর, শ্যামল নন্দী, তপন দে, বিকাশ শীল, সুজন দাশ, অর্জুন নাত, রনজিত দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কৈয়গ্রাম সেতু সেপ্টেম্বরেই যান চলাচলে উন্মুক্ত হচ্ছে
পরবর্তী নিবন্ধনজুমিয়া হাটে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ২১০তম শাখা উদ্বোধন