চবি ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় সংবর্ধনা

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

চবি ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বিভাগের সভাপতি প্রফেসর ড. . . . আবদুল মাবুদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, প্রফেসর ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, . মুহাম্মদ মানজুরুর রহমান ও আনোয়ারুল আজিম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষার্থী শাকিল আহমেদ। পূর্বাহ্নে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উপউপাচার্য বলেন, বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গর্ব ও অহংকারের প্রতীক। দীর্ঘদিন তারা এ বিশ্ববিদ্যালয় হতে জ্ঞান আহরণ করে ভবিষ্যতে বাস্তব জীবনে পদার্পন করবে। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের মধুময় স্মৃতিকে ধারণ করে ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের অর্জিত জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট হবেন মর্মে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকদের বৈষম্য নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে