কোথায় নেই ইয়াবা

ঝুড়ি সাবান ছাতার হাতল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:১০ পূর্বাহ্ণ

ইয়াবা পাচারের অভিনব কৌশল দেখে বিস্মিত পুলিশও! প্লাস্টিকের ঝুড়ির নিচে গাম লাগানো আরেকটি স্তর, সেখানে লুকানো ইয়াবা। কাপড় কাঁচার গোল সাবানের মাঝে বৃত্তাকার গর্ত করা; সেখানেও আছে ইয়াবা। ছাতার হাতলের ভেতর ছোট ছোট খোপ করা, সেখানে মিলেছে ইয়াবার। কিন্তু এতসব কৌশল হার মানলো পুলিশী কৌশলের কাছে। ফলে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পড়লেন তিন মাদক ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে তারা কিশোরগঞ্জ যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলা সদরের মো. কাইয়ুমের ছেলে মো. ছাইকুল ইসলাম (৫০), টেকনাফের মো. জাকিরের ছেলে মো. আইয়ুব (৪১) ও সাতকানিয়া আলী মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৬)।
ঘটনার বিবরণ দিতে গিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজাদীকে বলেন, ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে নতুন রেলস্টেশন এলাকায় ছাইকুল ইসলাম (৫০) ও মো. আইয়ুবের (৪১) গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে কর্তব্যরত পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে ইয়াবা আছে। এক পর্যায়ে প্লাস্টিকের ঝুড়ি, সাবান ও ছাতার হাতল থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা পুলিশকে জানায় খুলশীর মো. জাহাঙ্গীর আলম থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন বাঘঘোনা এলাকার একে খান বাংলোর স্টাফ কোয়ার্টার থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। ৩ জনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় অপহৃত ৩ ব্যক্তি উদ্ধার, আদালতে জবানবন্দি
পরবর্তী নিবন্ধআবার বাড়ল স্বর্ণের দাম