আত্মসমর্পণের পর কারাগারে কনস্টেবল সাগর

মেজর সিনহা হত্যা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

দেশের আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগর দেবকে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালতে জামিন না মঞ্জুর হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ১৫ জনকে অভিযুক্ত করে গত ১৩ ডিসেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল ইসলাম। চার্জশিট দাখিলকালে অভিযুক্তদের মধ্যে কনস্টেবল সাগর দেব ছাড়া বাকি ১৪ জন আসামি গ্রেফতার ছিলেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলমকে। মামলায় ওসি প্রদীপসহ ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। বাকি ২ জন পুলিশ সদস্য নয় বলে জানায় জেলা পুলিশ। পরে মামলার তদন্তে আসা আরো ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পুলিশ সদস্য, ৩ জন এপিবিএন সদস্য ও ৩ জন স্থানীয় বাসিন্দা। আসামিদের মধ্যে ওসি প্রদীপ ও রুবেল শর্মা ছাড়া বাকি ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আদালতে দাখিলকৃত চার্জশিটে ইতোপূর্বে গ্রেফতার ১৪ আসামি ছাড়াও ‘সাগর’ নামের একজনকে পলাতক দেখানো হয়। সাগর টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের কিলিং মিশনের সহযোগী বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
চার্জশিটে অভিযুক্ত হওয়ার পর সাগর দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পলাতক ছিলেন। বৃহস্পতিবার কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আগামী ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে সাগর দেবের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট দীলিপ দাশ।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআউটার রিং রোডে ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু