আজ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারের শাহ্‌সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (.) এর ৮৮ তম ওরশে আজ শুক্রবার প্রধান ও শেষ দিবস। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গৃহীত ব্যাপক কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, বাবাভাণ্ডারী কাদ্দাছালল্লাহু ছিররাহুল আজিজের রওজায় নতুন গিলাফ চড়ানো, ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সেবাদান, ওয়াজমিলাদ, জিকিরে ছেমাকাওয়ালি ও তবারুক বিতরণ। ওরশ শরীফকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে হাজারো আশেক মাইজভাণ্ডার দরবার শরীফে সমবেত হয়েছে। আজ প্রধান ও শেষ দিবসে আখেরী মুনাজাত পরিচালনা করবেনদরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন, শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী আল্‌মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদম তমিজি জামিনে মুক্ত
পরবর্তী নিবন্ধনেত্রীর শাস্তিতে অনেকে বড় জায়গা থেকে নেমে গেছে : কাদের