২৪ ঘণ্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই খুন

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

মঙ্গলবার গভীররাতে এক রোহিঙ্গা যুবক খুনের ২৪ ঘণ্টা না পেরোতেই ক্যাম্প পাহারায় নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ আবারো দুই রোহিঙ্গা খুন হয়েছেন। নিহতরা হলেন ক্যাম্পের ব্লক-সি, সাব-এইচ-৭৬ এর বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও একই ব্লকের মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০)। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ায় বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তাদের কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার শেষ রাতে উক্ত ক্যাম্পের এইচ-৭৬ সাব ব্লকে অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সাব ব্লকের মাঝি মো. সালামতের ভাই ক্যাম্প পাহারাদার মো. আয়াত উল্লাহর উপর হামলা করে। তিনি প্রাণে বাঁচতে ঘরে ঢুকে আশ্রয় নেন। এসময় ওই ব্লকের দায়িত্বরত বাকি স্বেচ্ছাসেবকরা এগিয়ে এলে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মো. ইয়াছিন। পরে সন্ত্রাসীরা আয়াত উল্লাহর ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়াত উল্লাহ মারা যান।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ১৪ এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতের একই সময়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা উখিয়ার ১০ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গাকে শ্বশুরবাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। একইদিন সন্ধ্যায় ২ ইস্ট ক্যাম্পে আরেকজনকেও গুলি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধতিনটি সমাবেশেই আওয়ামী লীগের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে : ফখরুল
পরবর্তী নিবন্ধকরোনার নতুন ভ্যারিয়ান্ট শনাক্ত