হাসান আরিফ স্মরণ সন্ধ্যা ‘প্রণমি তোমারে’

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে প্রয়াত বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণ সন্ধ্যা ‘প্রণমি তোমারে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত স্মরণ সন্ধ্যায় সঞ্চালনা করেন সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশিস্‌ রুদ্র।
অনুষ্ঠানে শুরুতে শোক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কান্তা দে। এরপর হাসান আরিফের জীবন, সাংস্কৃতিক আন্দোলন ও স্মৃতিকথায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট নাট্যজন ও দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক সোহেল আনোয়ার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক দিলরুবা খানম।
আলোচকরা বলেন, হাসান আরিফ যে কতো বড় মাপের শিল্পী ছিলেন তা তাঁর সমাজ ও দেশ নিয়ে গভীর ভাবনা থেকেই আমরা বুঝতে পারি। আবৃত্তিশিল্পী হয়তো মঞ্চে অনেকেই আসবেন কিন্তু এমন দেশপ্রেমিক একজন শিল্পী বারে বারে আসে না এই ধরণীতে। যিনি তার কথা ও কণ্ঠের যাদু দিয়ে উদ্ভুদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষকে।
মঞ্চে একক আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে জোটভুক্ত সংগঠনের আবৃত্তিশিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের জনমনে সঞ্চিত ক্ষোভ জনবিস্ফোরণে রূপ নিবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা