আজ পৃথিবীর মানুষ এক পশলা শান্তির জন্য দিকবিদিক ছোটাছুটি করছে। উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। তবে শান্তির অগ্রদূত প্রিয় নবী হযরত মুহাম্মদের (দ.) জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্ক্ষিত শান্তি।
গতকাল বুধবার আহলে সুন্নাত ওয়াল জামাত হলদিয়া ৪ ও ৫ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশ্নে জুলুসে বক্তারা এ কথা বলেন। জুলুস শেষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক হলদিয়া হাই স্কুলের শিক্ষক মাওলানা ইদ্রিস আনসারীর সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আলী মেম্বার। মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাহাবুবুল আলম, এ. কে এম বেলাল, নুরুল আবচার রেজভী, জাফর আলম নুরী, দিদারুল আলম আলকাদেরী, মোহাম্মদ জিয়াউল্লাহ মাস্টার, মোহাম্মদ হুসাইন, ডা. নিজাম উদ্দিন, হাফেজ আবু তাহের, নুর মোহাম্মদ সওদাগর, মোহাম্মদ জিল্লুর রহমান, সামশুল আলম মাস্টার, নিজাম উদ্দিন তৈয়বী, মোহাম্মদ আলী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মাস্টার মোহাম্মদ ইসমাইল, সাহাবু আলম সিকদার, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এস.এম ইকবাল বাহার, নূর উন নঈম রিমন, শায়ের ছালামত রেজা কাদেরী, শায়ের হাসান রেজা আজিজী, মামুনুর রশীদ কাদেরী, মোসলেহ উদ্দীন কায়সার, মোহাম্মদ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আব্বাস, জালাল উদ্দীন আত্বারী, আব্দুর রশিদ, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আমির খসরু, মোহাম্মদ সাইফুল ইসলাম আত্বারী, মোহাম্মদ সালাহ উদ্দীন, মোজাহের, মোহাম্মদ মনতাজ উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।