দুধ-সার বলি রেখার ফাটলগুলো আরো দীর্ঘ হয়।
ফিরিয়ে নিলাম স্মৃতিভাঁজের সেই নির্মোহ ভালবাসা,
অথচ অবুঝ অবুঝ নগর-খেলা চলছেই!
তোমার কনকপাতার সাহসে রিনিঝিনি সূর্য-ঢোল
বাজে না; শরীর-সামর্থ্য দিনের রোজ নামচায়
ভজে আছি, একটি সরল ঘুমের প্রার্থনা।
আজিজ কাজল | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:০৭ পূর্বাহ্ণ