তুমিই তো বলেছিলে!
আসছে বসন্তে থাকবে হলুদ গোলাপের সাথে!
গেলো বছরও প্রতিক্ষায় কাটিয়েছি!
বেলী ফুলের মালাটি বলেছিলে, হাতে পরিয়ে দিবে!
তাইতো আজ লাল-হলুদে শাড়িটি বেশ লাগছে!
আচ্ছা! সত্যিই কি আসবে?
নাকি মেতেছো রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায়!
এবার না এলে তবে বলে দিলাম!
মেঘ ছুঁয়ে নেবো চোখের পাতায়!