সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র-সমিতির সভা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র-সমিতির কার্যনির্বাহী কমিটির সভা সমিতির সভাপতি লায়ন এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়বুর রহমানের সঞ্চালনায় গতকাল শনিবার সন্ধায় দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের পরিচালনায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির যে সকল কর্মকর্তা ও আজীবন সদস্য মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এতে বক্তব্য রাখেন নুরুল আমিন খান, মো. খায়রুল বশর, অধ্যাপক দিলীপ কান্তি দাস, আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, এডভোকেট মো. মাহাবুবুল ইসলাম, মো. হারুন ইউসুফ, তাজুল ইসলাম, অধ্যাপক আবু মো. রহিমউল্ল্যা, সাইফুল আলম খান, রানু চক্রবর্তী, মোসেন আলী মহসিন, মাখন লাল দাস, মাঈনুল ইসলাম চৌধুরী, রনজন কান্তি দে, সৌরভ বড়ুয়া রয়েল, আব্দুল মতিন চৌধুরী, হুমায়ুন কবির চালী, শাহরিয়ায় মাহামুদ খান, হামিদুর রহমান, নওশাদ আলম চৌধুরী, মামুমুল হক চৌধুরী, ইয়াসির আরাফাত প্রমুখ।
সভায় এক প্রস্তাবে করোনার কারণে সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র-সমিতির নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য মামুনুল হক চৌধুরী সার্টিফাইড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) পাস করায় তাকে অভিনন্দন জানানো হয়। পরে সভাপতি লায়ন এম এ মালেকের গলায় সমিতির বহুল কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড পরিয়ে দেওয়ার মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক পরার বাধ্যবাধকতা মেনে চলতে হবে
পরবর্তী নিবন্ধমেঘ ছুঁয়ে নেবো চোখের পাতায়!