মানিক বেদন

আজিজ কাজল | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

মায়ের মলিন শাড়িতে মাখা শ্রাবণের বিশুদ্ধ নদী
বুকের মানিক-ফ্রেমে ঝুলে থাকা নিঃসঙ্গ লকেট।

ফর্সা-দাতের ৩২ কপালে চাঁদ এঁকে যদি বলতে পারো;
এই হলো নদীর সাহস, মোহনার করাল-ভাঙা
উত্তুঙ্গ একাত্তর-ঢলো-চোখে নোনা ধরা বৈয়ামের
শুকানো আচার, পৃথিবীর শ্রেষ্ঠ হাতে বানানো পিঠার
খৈ-রাম।

তুমি কেমন শিকার!
দেশ মাতা পাল্টে দেওয়ার সামর্থ্যধারী মেধাবী বুলেট

মায়ের মলিন শাড়িতে মাখা শ্রাবণের বিশুদ্ধ নদী
বুকের মানিক-ফ্রেমে ঝুলে থাকা নিঃসঙ্গ লকেট।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশী ঘোরে
পরবর্তী নিবন্ধঅক্ষরের কান্না