বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদের বিনিময়ে স্বাধীনতার স্বর্ণকমল প্রাপ্তির মাহেন্দ্রক্ষণে গোটা বাঙালি জাতি এক অভূতপূর্ব আবেগের সাক্ষী হয়েছিল। বিজয়ের সেই মুহূর্ত স্মরণে আজ (১৫ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ছ’টায় নগরীর জামালখান মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম-এর আয়োজনে বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয়ের প্রাক মুহূর্ত উদযাপিত হয়।
‘ভাস্কর্যবিরোধী-সংস্কৃতিবিরোধী মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে কখনো সংগীত, কখনো কবিতায় বাংলাদেশের বিজয় মুহূর্ত উদযাপনের শুরুতে ছিল প্রদীপ প্রজ্জ্বলন পর্ব। মোমবাতি আর ফুলের পাপড়ি দিয়ে ফুটে উঠে গৌরবের ‘৫০’ শব্দটি।
এসময় স্বাধীনতাবিরোধীদের আস্ফালনকে ধিক্কার জানিয়ে মুক্তিযুদ্ধকালীন তাদের ঘৃণিত কর্মকাণ্ড ও প্রত্যক্ষ ঘটনাবলী সংক্ষিপ্তভাবে তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার আনোয়ার মিয়া।
আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, নির্বাহী সদস্য সাজেদুল আনোয়ারসহ সংগঠনের সদস্যরা।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অন্বেষা শিবা ও ঋতু সাহা।
একক আবৃত্তি পরিবেশন করেন আবৃৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, জসিম উদ্দিন, উর্মি দেবী, শ্রেয়সী স্রোতস্বিনী, বৃষ্টি বৈদ্য, ঈশা দে, সুচিত্রা বৈদ্য, অংকিতা ভট্টাচার্য্য ও রাজদ্বীপ চৌধুরী।