আজ সারাদিন রাজপথে গাছের ডালে
স্কুল, কলেজ, একাডেমির মাঠে
শাড়ির জমিনে, উত্তরীয়ের আঁচলে
শিশুর তুলতুলে মুখে, হাতের পাঞ্জায়,
বাহুতে বাজুতে চিত্রিত বর্ণমালা।
আজ অর্জন, আজ একুশ।
বর্ণমেলার মাঠে হাঁটছেন একজন রবীন্দ্রনাথ
খুব গম্ভীর নজরুল, চশমা চোখে বেগম রোকেয়া
বর্ণ বিবর্তনের ইতিহাস স্টলে দিব্যি দাঁড়িয়ে
বরকত, জব্বার, ইষৎ দূরত্বে সালাম, রফিক
তাদের রক্তমাখা পাঞ্জাবীর বুক উৎসারিত
তেজোদীপ্ত রক্তিম বর্ণসকল উড়ছে আকাশে
উড়ছে শহর ছেড়ে গ্রামে, বান্দরবানের পাহাড় ও অরণ্যে
উড়ছে বন্দর ছাড়িয়ে কর্ণফুলির মোহনায়
বঙ্গোপসাগর পেরিয়ে সাত মহাদেশে
আজ বর্ণমেলা আজ একুশ
প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বদেশ
প্রিয় বাংলাদেশ।