বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বহুকাল আগে
তারা জন্মান্ধ, ধর্মান্ধ
তারা শকুনির চোখ নিয়ে বসে আছে।
তাদের বুকে লোম নেই,
তারা পাষাণ পাথর জড়বৎ অন্ধ বিবর
কৃষ্ণপক্ষ রাতের গহবরে তাদের বসবাস।
জন্মকালে মায়ের নাড়ির টান তাদের
অনুভবে আসেনি
এই ব’দ্বীপের জল হাওয়ায় তারা বেড়ে ওঠেনি
তারা বর্বর, তারা অমৃতের সন্তান মানুষকে
এই ফুল আর তার সুবাসকে ঘৃণা করে
তারা সৌন্দর্যের রূপ রস গন্ধ থেকে বঞ্চিত।
হে মানুষ অমৃতের সন্তান,
তোমরা তাদের ঘৃণা করো,
তাদের বিষদাঁত ভেঙে দিয়ে
পবিত্র আলোক শিখা ছড়িয়ে দাও
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
জেনে রেখো এই পৃথিবী
বাসযোগ্য করে যেতে হবে
সুন্দর আগামীর জন্য।