ডাহুক ডাকে

ফারুক হাসান | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৫ পূর্বাহ্ণ

এমনি করে রাতগুলো কেটে যায়
শিউলীরা ঝরে পড়ে টুপটাপ শব্দ করে
তারারা হারায় মেঘে মেঘে
তবুও কী দারুণ উদ্ধেগে
আমি বসে থাকি একাকী জানালায়।
কুয়াশায় ঢেকে যায় ল্যামপোস্টের প্রহর
নিশ্চুপ ঘুমিয়ে যায় ব্যস্ত শহর
স্বপ্নেরা তবুও আমাকে
নিশুথি ডাহুকের মত ডাকে
কী এক মায়ায় কাঁদি নিরালাস।
হতাশার জালগুলো ছিরি বারে বারে
অজানা আবেগে মন করে ভার
ঘাসফড়িং এর মন
করে কত আয়োজন
আলো মাখে রোজ মেঘের ভেলায়।

পূর্ববর্তী নিবন্ধদূর থেকে দূরে
পরবর্তী নিবন্ধযদি ফিরে পাই