যদি ফিরে পাই

শ.ম.বখতিয়ার | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

যদি ফিরে পাই তোমাকে আবার সকাল বেলায়
নক্ষত্র নীলিমা রঙধনু চারুকলা পুরান বেদের ষোলকলা
যাবতীয় পাঠ নেবো মনযোগে
নদী সমুদ্রের নীলজল তুলে এনে ঘরদোর ধোবো
সোনাজল ছিটাবো সমস্ত আঙিনায়
পাখিদের ডেকে সূর্যোদয়ে বিনিচাল মুড়ি দেবো
রূপালী থালায়।
অবগুণ্ঠনে তোমাকে মানায় না
জ্বলে ওঠ সোনারোদে পুড়ে মননের জাল ছিঁড়ে।

বড় আনমনা এ’মাটি বাতাস নাবালক প্রেম
ঘর ছেড়ে যায় অসময়ে স্বদেশী পীরের অন্যমন্ত্রে
ফিরে আসে রাঙিয়ে মন শোনিতে।

যদি ফিরে পাই তোমাকে আবার সকাল বেলায়
দেবোনা যেতে ঐ পথে
জোছনার প্রস্তরে বাঁধিব ঘর দেবদারু ছায়াতলে
পারিনি যা চার যুগ ধরে।

পূর্ববর্তী নিবন্ধডাহুক ডাকে
পরবর্তী নিবন্ধশহীদ মিনারে ফুল দিয়ে