কাজাখাস্তানের জাতীয় দিবস

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

১৪০০ খ্যাতনামা ইংরেজ লেখক জিওফ্রে চসার-এর মৃত্যু।
১৫১০ ইতালীয় চিত্রকর জর্জোনে-র মৃত্যু।
১৬০৫ মোগল সম্রাট আকবরের মৃত্যু।
১৬৪৭ বিশিষ্ট ইতালীয় পদার্থবিদ এভাঞ্জেলিস্তা তোরিচেল্লির মৃত্যু।
১৭৩৫ স্কট কবি ও দার্শনিক ডা. জেমস্‌ বিটি-এর জন্ম।
১৮০০ ইংরেজ প্রাবন্ধিক ও ভারতে ইংরেজি শিক্ষার অন্যতম প্রবর্তক টমাস মেকলের জন্ম।
১৮১১ ফরাসি গণিতজ্ঞ ইভারিস্ত্‌ গালোয়া-র জন্ম।
১৮৩৮ ফরাসি সংগীতস্রষ্টা ঝর্ঝ বিজে-র জন্ম।
১৮৮১ স্পেনীয় চিত্রশিল্পী পাবলো পিকাসো-র জন্ম।
১৮৮৪ চিলির ঔপন্যাসিক আদোয়ার্দো বারিওস-এর জন্ম।
১৮৮৯ ফরাসি চলচ্চিত্রকার আবেল গাঁস-এর জন্ম।
১৯০৬ চিন্তাবিদ ও অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফের জন্ম।
১৯১৮ অ্যাসিরিও সভ্যতা বিশারদ ডোনাল্ড ওয়াইজম্যানের জন্ম।
১৯২৫ বাংলার নবনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা মঞ্চাভিনেত্রী তৃপ্তি মিত্রের জন্ম।
১৯২৯ সাহিত্যিক গবেষক সতীশচন্দ্র ঘোষ-এর মৃত্যু।
১৯৩৬ ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে উঠে।
১৯৪৬ স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৪৭ ক্যালকাটা ফিলম সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫১ স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৫৭ বেলজীয় চিত্রশিল্পী আঁরি ভান দ্য ভেল্‌দে-র মৃত্যু।
১৯৭৫ কবিশেখর কালিদাস রায় (বেতালভট্ট)-এর মৃত্যু।
১৯৭৫ ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত হয়।
১৯৮১ দর্শন ও ইতিহাস গ্রন্থের খ্যাতনামা লেখিকা এরিয়েল ডুরান্ট-এর মৃত্যু।
১৯৮৩ ইংরেজ নৌসেনারা গ্রাবাদা দখল করে নেয়।
১৯৮৬ ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘঁাঁটি স্থাপিত হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় সংস্কৃতি রক্ষায় সচেতন হতে হবে, উদ্বুদ্ধ করতে হবে দেশপ্রেমে
পরবর্তী নিবন্ধমরিয়মনগর ইসলামী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ