আমাদের দেখা হোক মহা জরা শেষে
সূর্যদিন গাবো মোরা প্রান্ত নীড়ে এসে
জড় ক্লান্ত মেঘনীল বিবমিশা ঘোর
তম দিন উপাড়িবো ফর্সা দিন নূর
থাকিবে না গরিবানা অতি বিত্ত ঢালি
মানুষের কথা হবে যতি চিহ্ন ফেলি
নদীর দু’কূল ছাপি আনন্দ বাসর
বাজুক মুকুল কথা নব ঘন সর
এভারেস্ট রক্ষা করি উষ্ণ দূরে রাখি
শাদা শাদা স্নেহ সুর বাজুক রাশি
শৈল মালা গিরি খাদে লুকে আছে বিষ
বাজায় বীণার স্বর দেয় ঘন শিস
পৃথিবীর উষ্ণ গায়ে ঢালো মধু চুর
পাথরে পাথর ঘসে ছানি আনো সুর
পাখি সব করো রব তম দিন ভুলি
চুলে চুলে বেণী ফাটো সবুজ অঙ্গুলি
করোনার বিষ দিন শেষ হলো বলে
ভুলো না ছলনা তার মৃদু হাসি দিলে