দূরে সরে আসি। দূর, সম্পর্কের অধিক সুন্দর
জলের ফোঁটার মতো বেজে যায় চিরচেনা স্বর
ডাকছে ধানের মাঠ, বৃষ্টিহীন আকাশটা ছাতা
এমন বিচ্যুতি, যেন, গাছ থেকে ঝরেপড়া পাতা
কত দৃশ্য ডুবে যায়! ঠিকানা খুঁজিনি তবু তার…
বিরহ বাতাস বয়। দুটি মন- এক কাঁটাতার
রিমঝিম আহমেদ | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ