অবয়ব

হোসাইন কবির | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৭ পূর্বাহ্ণ

অতঃপর ফিরছি আমিও
ক্লান্তিহীন কোলাহল থেকে

পথে পথে পাতার ফসিল শেওলার আস্তরণ
শিশির ফোঁটায় ঝুলে থাকা
রুগ্নস্তন- কামনা কাতর
লেপটে থাকে গলিত বিগলিত চুম্বনের দাগ
প্রাগৈতিহাসিক সময় লিখন-অবাধ্য পেণ্ডুলামে

টের পাই আমিও তো শুয়ে আছি সমগ্র ভূভাগ জুড়ে
সেই সব অবয়ব মৃত মানুষের ভিড়ে
প্রেমে অপ্রেমে তোমার, তোমাদের পাশে বহুকাল

শৈশব কৈশরের দুরন্তপনা
সঙ্গী সাথীদের কোলাহল
মাঠে মাঠে ইথারের পানসি নাওয়ে আজও ভাসে
ভেসে যায়
বুকের উষ্ণতা শিহরণ প্রথম পরশ
কান পেতে শুনি কার আহত নিঃশ্বাস আহ্বান ওপারেতে

পূর্ববর্তী নিবন্ধশহীদ মিনারে ফুল দিয়ে
পরবর্তী নিবন্ধআজ সুখবসন্ত হবে