চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন কাটগড় কার্যনির্বাহী কমিটির সভা গতকাল পতেঙ্গার কাটগড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা পতেঙ্গা এলাকায় ব্যাটারিচালিত অবৈধ টমটম বন্ধ করে দেওয়ায় প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, পতেঙ্গা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার কলোনিগুলোতে অবৈধভাবে সংযোগ নিয়ে রাতভর এসব যানবাহনে চার্জ দেয়া হয়। এটে করে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে অন্যদিকে বাড়ছে লোডশেডিংও।
সভায় উপস্থিত ছিলেন কাটগড় শাখা ইউনিয়নের সভাপতি ইউনিয়নের সভাপতি মো. ইকবাল, কার্যকরী সভাপতি মজিবুল মওলা, মাহবুব আলম সুমন, আলী আজগর, হারুনুর রশীদ, মিজানুর রহমান, মো. ফারুক, আবদুল কুদ্দুস মাখন, মো. সোলাইমান, মাসুম পারভেজ, ফজলে রাব্বী, আলী হাসান, আনোয়ার হোসেন প্রমুখ।